ঢাকাসোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

যে কারণে দোহার প্রতি রিয়াদের সুর নরম হলো

আরটিভি অনলাইন ডেস্ক

শনিবার, ১৭ জুন ২০১৭ , ০২:১২ পিএম


loading/img

সৌদি পররাষ্ট্রমন্ত্রী আবদেল আস-জুবাইর এবার কাতারকে ‘মিত্র’ হিসেবে মন্তব্য করেছেন। এতে দোহাকে নিয়ে রিয়াদের সুর পূর্বের তুলনায় অনেকটাই নরম হয়েছে বলে মনে হচ্ছে। দুই পক্ষের মধ্যে যখন কূটনৈতিক উত্তেজনা তুঙ্গে তখন এ মন্তব্য করলেন জুবাইর।

বিজ্ঞাপন

কাতারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ১২শ’ কোটি ডলারের এফ-১৫ বিমান কেনার ঘোষণা আসার পরেই সৌদি আরব কাতারের প্রতি সুর নরম করেছে।  

শুক্রবার লন্ডনে  সাংবাদিকদের জুবাইর বলেন, কাতারের জনগণের কোনো ক্ষতি করার ইচ্ছে সৌদি আরবের নেই। কাতার ছয় সদস্যের পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের ‘মিত্র’ বলেও উল্লেখ করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

বিজ্ঞাপন

এ সময় তিনি আরো বলেন, কাতারের বিরুদ্ধে  অভিযোগের তালিকা তৈরি করছে রিয়াদ, মানামা, কায়রো এবং আবুধাবি। কাতারকে এ অভিযোগের জবাব দিতে হবে এবং সুরাহা করতে হবে বলেও জানান তিনি। তালিকা তৈরির কাজ দ্রুতই হবে বলে জানান তিনি।

এমকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |